আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর (পর্ব ৩ )
গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিম্নরূপ 👇
1. রামধনুর সাতটি বর্ণের মধ্যে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি ?
(ক) বেগুনী
(খ) সবুজ
(গ) লাল
(ঘ) কালো
2. একটি বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে এটি নিউটনের কোন সূত্র মেনে চলে ?
(ক) প্রথম সূত্র
(খ) দ্বিতীয় সূত্র
(গ) তৃতীয় সূত্র
(ঘ) কোনটিই নয়
3. সম্প্রতি প্রয়াত হলেন কোট্টারাম পশুপানাথ। তিনি ছিলেন একজন —
(ক) গোয়েন্দা উপন্যাসিক
(খ) মালায়ালাম অভিনেতা
(গ) সাংবাদিক
(ঘ) বিখ্যাত শিল্পী
4. 2017 সালের “ সরস্বতী সন্মান ” পেলেন —
(ক) শঙ্খ ঘোষ
(খ) মহাবালেশ্বর শীল
(গ) পদ্মা সচদেব
(ঘ) সতীংশু ইয়াসাসচন্দ্র
5. বিশ্বের বৃহত্তম “ সোলার পার্ক ” গড়ে উঠতে চলেছে ভারতের কোন রাজ্যে ?
(ক) উত্তরাখন্ড
(খ) গুজরাট
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) কর্ণাটক
.
👀 উত্তর দেখার আগে নিজে ১ মিনিট চেষ্টা করুন ...(উত্তর নিচে)
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
👇
উত্তর গুলি হল -
1. (গ) লাল
2. (গ) তৃতীয় সূত্র
3. (ক) গোয়েন্দা উপন্যাসিক
4. (ঘ) সতীংশু ইয়াসাসচন্দ্র
5. (খ) গুজরাট